সোনারগাঁয়ে অস্ত্রসহ মোমেন বাহিনীর প্রধান গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন (৩২) নামের চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে কাঁচপুর ওলামানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মো. বুলবুল ভূঁইয়া (৩৭) নামের তার এক সহযোগীকেও গ্রেফতার করে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা, এক লিটার বাংলা মদ, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা করা হয়।

র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেল চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত শতাধিক দুষ্কৃতিকারীর সমন্বয়ে ‘মোমেন বাহিনী’ গড়ে ওঠে। এ বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পান না। এ সন্ত্রাসী বাহিনী গাড়ি থেকে জ্বালানী তেল চুরি, পরিবহনে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাব্বির হোসেন মোমেন নিজেকে কখনও র‌্যাব, কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীসহ অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে। তার নামে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

এস কে শাওন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।