সালথা তান্ডব : পুলিশ হেফাজতে আসামির মৃত্যু
ফরিদপুরের সালথায় তান্ডবের ঘটনায় আসামি হোসেন আলী (৪৫) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারা গেছেন।যদিও পুলিশের দাবি অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামের ইমান উদ্দীন হাজির ছেলে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, সালথায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় হোসেন আলীকে গত কয়েকদিন আগে গ্রেফতার করা হয়। গত ২৮ এপ্রিল তাকে পুলিশ রিমান্ডে আনা হয়। সম্প্রতি হোসেন আলীর বড় ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এছাড়া শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন। শনিবার (১লা মে) শেষ রাতে সাহরি খেয়ে নামাজ পড়ে বাথরুম গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনেশ আগরওয়াল জানান, রোগীর গায়ে কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোকজনীত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এএইচ/এমকেএইচ