যাত্রী হয়রানির অভিযোগে বেনাপোল ইমিগ্রেশনে অভিযান, আটক ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০১ মে ২০২১

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত অসহায় যাত্রীদের জিম্মি করে হয়রানির অভিযোগে শ্রমিক নেতাকর্মী পরিচয়দানকারী চার দালালকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্তদের আটক করেন।

আটকরা হলেন- বেনাপোল চেকপোস্ট ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবের হোসেন, প্রাইভেটকারচালক রহিম, গফফার ও তাদের আরও এক সহযোগী।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি জানান, তাদের কাছে অভিযোগ আসে করোনাকালে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মি করে হয়রানি করছে। পরে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

jagonews24

এদিকে স্থানীয়রা জানান, শ্রমিক নেতা পরিচয়ের জাবের ও তার কয়েকজন চালক মিলে বেনাপোল চেকপোস্টে সিন্ডিকেট তৈরি করে। করোনাকালে বিভিন্ন মহলকে ম্যানেজ করে প্রতিদিন সকালে তাদের সদস্যরা ইমিগ্রেশনে প্রবেশ করে।

পরে সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকার সংকট দেখিয়ে ১ হাজার টাকার ভাড়া ৫ হাজার, ৫ হাজার টাকার ভাড়া ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছিল। যাত্রীদের স্বাধীনতা ছিল না নিজের ইচ্ছায় প্রাইভেটকার ঠিক করা। অবশেষে ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ জানালে তাদের আটক করা হয়।

মো. জামাল হোসেন/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।