বেনাপোলে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৩ মে ২০২১

ভারত ভ্রমণে নিষেধাজ্ঞায় আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। রোববার (২ মে) ভারত থেকে ৮৮ বাংলাদেশি পাসপোর্টধারী দেশে ফিরেছেন ও ভারতে ফিরে গেছেন মাত্র ৪ জন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারতের করোনার নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় ২৬ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। গত এক সপ্তাহে এক হাজার ২৯৬ জন পাসপোর্টধারী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। অন্যদিকে ভারতে ফিরে গেছেন ১২০ জন।

এদিকে ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার জন্য যশোর ও বেনাপোলের ২৯টি হোটেলকে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও পাশের সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ ও নড়াইলের হোটেলগুলোও কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

jagonews24

তিনি বলেন, যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনাল, হাসান ইন্টারন্যাশনাল, সিটি প্লাজা, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি, ম্যাগপাই, আর এস, মণিহার, ম্যাক্স, সোনালী, সিটি হোটেল, শাহরিয়ার, বলাকা, নয়ন, নিউওয়ে, প্রিন্স, সিটি, যশোর হোটেল, বেনাপোলের রজনীগন্ধা, পোর্টভিউ, অ্যারিস্টোকেট, জুয়েল আবাসিক, চৌধুরী হোটেল, নিশাদ হোটেল, ফ্রেশ হোটেল, নাহিদ হোটেল, হোটেল সানসিটি, মৌ হোটেল, হোটেল সিটি, বেনাপোল পর্যটন ও রহমানিয়া হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে।

যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, যেসব স্থানে ভারত ফেরত যাত্রীদের রাখা হয়েছে, সেখানে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। ১৪ দিন অবস্থানের পর করোনা নেগেটিভ সনদপ্রাপ্তির পর তাদের নিজ বাড়িতে যেতে দেয়া হবে।

jagonews24

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, বেনাপোলের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে। যে কারণে এখন যশোর শহরের হোটেল মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে সেগুলো রিকুইজিশন করা হয়েছে।

তিনি আরও জানান, হোটেল মালিকরা ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের স্বল্প খরচে থাকার ব্যবস্থা করতে সম্মত হয়েছেন। এসব হোটেলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।