সিদ্ধিরগঞ্জের শীর্ষ চাঁদাবাজ 'মুরগী রিপন' সহযোগীসহ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৪ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মুরগী রিপন (৩৪) নামে এক শীর্ষ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩ মে) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মো. শিপন ব্যাপারী (২৮) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ সাত হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

পরে রাত ১২টায় র‍্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরগী রিপন এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান এবং তার সহযোগী হিসেবে কাজ করতো শিপন ব্যাপারী। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ফুটপাত ও দোকানে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস কে শাওন/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।