ভ্যানচালক-মোটর শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৫ মে ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহীর ৫০০ ভ্যানচলককে চাল দেয়া হয়েছে। এছাড়া ২৩১ মোটরশ্রমিক এ উপহার পেয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল এসব উপহার বিতরণ করেন।

rilif1

নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌর এলাকার এসব বাসিন্দারা মাথাপিঁছু ১৫ কেজি করে চাল পেয়েছেন। কাটাখালী পৌরসভা কর্তৃপক্ষ মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয় মাঠে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সরেজমিনে দেখা যায়, সামাজিক দূরত্ব মেনে মাঠে চেয়ার দেয়া হয়। পাশেই রাখা হয় একটি করে চালের বস্তা। ভ্যানচালকরা চেয়ারের পাশে বসেন। জেলা প্রশাসক আবদুল জলিল কয়েকজনের হাতে চালের বস্তা তুলে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ভ্যানচালকরা চেয়ারের পাশে থাকা চালের বস্তা ভ্যানে তুলে হাসিমুখে বাড়ি ফেরেন।

rilif1

চাল বিতরণের জেলা প্রশাসক বলেন, পরিমাণে কম হলেও এ চাল প্রধানমন্ত্রীর। এগুলো প্রধানমন্ত্রীর উপহার। দুর্যোগ যতই ঘায়েল করার চেষ্টা করুক না কেন, কেউ ভেঙে পড়বেন না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, কাটাখালী পৌরসভার কাউন্সিলর মো. নুরুজ্জামান, এনামুল হক, সচিব এসএম মুনীর, মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

rilif1

এর আগে সকালে রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট মাঠে করোনার ক্ষতিগ্রস্ত ২৩১ পরিবহন শ্রমিকদের মাঝে উপহার দেয়া হয়েছে। জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর পক্ষে তাদের হাতে এ উপহার তুলে দেন।

ফয়সাল আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।