দৌলতদিয়ায় আটকা ঢাকামুখী কয়েকশ ছোট গাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৯ মে ২০২১

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়ায় আটকা পড়েছে ঢাকামুখী কয়েকশ ছোট গাড়ি। এছাড়া ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা গেছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীদের।

রোববার (৯ মে) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

টিকিটের জন্য দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনের সড়কে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার চালকরা ভিড় করছেন। দৌলতদিয়া-খুলনা মহাসড়কে কিছু পণ্যবাহী ট্রাকেরও সিরিয়াল রয়েছে।

raj-(2).jpg

এদিকে, কয়েক ঘণ্টা পর পর মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রী আলম মিয়া ও সামাদ শেখ জানান, তারা মানিকগঞ্জের পীরের দরবারে যাওয়ার জন্য দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে এসেছেন। বিকেল পর্যন্ত ফেরির জন্য অপেক্ষা করেছেন। কিন্তু ফেরি না ছাড়ায় বাড়ি ফিরে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, ‘দিনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করছে। কিন্তু ওই সুযোগে যাত্রীরাও ফেরিতে উঠে যাচ্ছে।’

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।