ভারত থেকে দেশে ফেরার এনওসি ইস্যু এক সপ্তাহের জন্য বন্ধ
আগামী এক সপ্তাহের জন্য ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আসার অনাপত্তিপত্র (এনওসি) দেয়া বন্ধ করেছে কলকাতা উপ-হাইকমিশন।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, অপ্রতুল কোয়ারেন্টাইন অবকাঠামো ও আনুষঙ্গিক অন্যান্য দিক বিবেচনায় ৯ থেকে ১৬ মে পর্যন্ত ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অনুকূলে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা কর্তৃক এনওসি ইস্যু বন্ধ থাকবে।
এদিকে এনওসি ইস্যু বন্ধের ফলে বিপাকে পড়েছেন চিকিৎসার জন্য ভারতে যাওয়া হাজারো বাংলাদেশি। তারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য কলকাতায় এসে অপেক্ষা করছেন।
এছাড়া ভারতে করোনার ভয়াবহতার কারণে এসব বাংলাদেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
মো. জামাল হোসেন/এমআরআর/জিকেএস