চৌগাছা সীমান্ত থেকে শিশুসহ ৭ নারী-পুরুষ আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৩ জুন ২০২১

যশোরের চৌগাছা উপজেলার হিজলী সীমান্ত থেকে অবৈধ পথে ভারত যাওয়ার সময় শিশুসহ সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ জুন) যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমার্ন্ডিং অফিসার লে. কর্নেল মো. সেলিম রেজা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহোগলাবুনিয়া গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে রুস্তম শেখ (৫৩), বারইখালি গ্রামের লুৎফর শেখের ছেলে রফিকুল শেখ (৪৩), তার স্ত্রী ইয়াসমিন (৪০), পিরোজপুর জেলার ইন্দরকানি থানার ঘোসেরহাট গ্রামের জলির মাতব্বরের মেয়ে জারা (১৮), তার শিশু সন্তান চিতারা (৩), নড়াউল জেলার সদর থানার রথডাঙ্গা গ্রামের মুন্না গাজীর স্ত্রী সেফালী খাতুন (২১), শিশু কন্যা আলিফা (২)।

লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, সীমান্তে অবৈধ পারাপার ঠেকাতে অভিযান চালায় বিজিবি। এসময় উপজেলার গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে অবৈধভাবে গমনের এ এলাকায় এসেছেন বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের মামলা দিয়ে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।