খুলনা জেলায় করোনায় মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৪ জুন ২০২১
ফাইল ছবি

খুলনা করোনা ডেডিকেটেড, জেনারেল ও গাজী মেডিকেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তারা রেডজোনে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে হাসপাতাল তিনটির মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেডজোনে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া গাজী মেডিকেলে মৃতরা হলেন- জেসমিন, আজিজ ও মোহাম্মদ আলী। বাকি দুজন খুলনা জেনারেল হাসপাতালে মারা যান।

বুধবার (২৩ জুন) ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা ডেডিকেট হাসপাতালের ছয়জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালের একজন রয়েছেন।

আলমগীর হান্নান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।