রাজশাহীতে আরও ৩২৩ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে রাজশাহী জেলায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট অনুপ্রবেশের ফলে বেড়ে যায় সংক্রমণের হার। তবে গত কয়েক সপ্তাহ ধরে রাজশাহীতে স্থিতিশীল রয়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৯২ শতাংশ।
সোমবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।
তিনি বলেন, সপ্তাহজুড়ে শনাক্তের হার ২০ শতাংশের সামান্য কম বা আশপাশেই ছিল। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৯২ শতাংশ, ২৫ জুন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৫৪ শতাংশ, ২৬ জুন ছিল ১৯ দশমিক ৭৯ শতাংশ ও ২৭ জুন ছিল ২০ দশমিক ২৪ শতাংশ।
নমুনা পরীক্ষা ও সংক্রমণের বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিভিল সার্জন বলেন, ‘করোনা পরীক্ষা ও জনসচেতনতা তৈরির মাধ্যমে করোনার সংক্রমণ কমিয়ে আনার চেষ্টা করছি। যত নমুনা পরীক্ষা করা যাবে, তত করোনা সচেতনতা তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘টেস্টে করোনা ধরা পড়লে সাধারণ জনগণ বাস্তব অবস্থা বুঝতে সক্ষম হবে। করোনা পজিটিভ হওয়ার পর স্বাভাবিকভাবেই কেউ আর বাইরে বের হবেন না। নিজেও বাঁচতে চাইবেন ও পরিবারের লোকজনদের বাঁচাতে নিজেই আলাদা থাকবেন। এতে সংক্রমণের ঝুঁকি কমে আসবে। কমবে শনাক্তের হারও।’
রাজশাহী সিভিল সার্জন সূত্রে জানা গেছে, রোববার (২৭ জুন) সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী জেলায় ১ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষায় ৩২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে, জেলায় আরটিপিসিআর মেশিনে ৪৮৫টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়। আর ৯টি উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩০৫টি নমুনায় ৯৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জিন এক্সপার্ট টেস্ট করা হয় ৩৯ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১৮ জন।
অপরদিকে সপ্তাহজুড়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুই ল্যাবের নমুনা পরীক্ষাতেও শনাক্তের হার ছিল স্থিতিশীল।
রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৯ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ।
তিনি আরও বলেন, রামেকের দুই ল্যাবের সপ্তাহজুড়ে প্রায় ৩০ শতাংশের একটু কম-বেশি দেখা গেছে। সেক্ষেত্রে বলা যায়, সংক্রমণ হার স্থিতিশীল রয়েছে। তবে দীর্ঘমেয়াদী কঠোর লকডাউন দিলে এ সংক্রমণের হার অনেক কমে যাবে বলে আশা করছি।
ফয়সাল আহমেদ/এসএমএম/এএসএম