পাচারের তিন বছর পর দেশে ফিরল কিশোরী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৩ জুলাই ২০২১

ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারত গিয়ে সেখানে ৯ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন এক কিশোরী।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা কিশোরী খুলনার খান জাহান আলী থানার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর রহমান বলেন, তিন বছর আগে দালালের মাধ্যমে অবৈধপথে ভারত যায় ওই কিশোরী। এরপর ভারতের গুজরাট প্রদেশে বাসা-বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে তাকে চিল্ড্রেন হোমস অ্যান্ড গার্লস নামের একটি শেল্টার হোমে রাখা হয়। এক পর্যায়ে দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ওই কিশোরী দেশে ফেরেন।

বেসরকারি এনজিও সংস্থা জাস্টিস ফর কেয়ারের সমন্বয়কারী শাওলী সুলতানা বলেন, আপাতত তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।