সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৬ জুলাই ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মাছবাহী গাড়িতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৬ জুলাই) উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার মনির হোসেন (৪০) ও জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তালতলা এলাকায় এসে মাছবাহী একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আরও দুজন মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় স্থানীয়রা পিকআপচালক আলী হোসেনকে (২৯) আটক করে তালতলা ফাঁড়ি পুলিশে দেয়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাড়িসহ চালককে আটক করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।