ময়মনসিংহ বিভাগে ৩ দিনে ২১ জনের মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৮ জুলাই ২০২১
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগে গত তিন দিনে করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষায় এক হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ২৫ শতাংশ।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তিন দিনের করোনা বিষয়ক প্রতিবেদন বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

সবশেষ গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে মোট এক হাজার ৫২২টি নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১২ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১৯৮ জন, নেত্রকোনায় ৫০ জন, জামালপুরে ৪৯ জন এবং শেরপুরে ৭২ জন নতুন করোনা শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।