ঈদের ছুটিতেও বেনাপোল দিয়ে চালু থাকবে অক্সিজেন আমদানি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ জুলাই ২০২১

ঈদের ছুটিতেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চালু থাকবে অক্সিজেন আমদানি। মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার অনুপম চাকমা।

তিনি বলেন, ‘ঈদুল আজহায় বেনাপোল-পেট্রাপোল বন্দর চারদিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য অক্সিজেন চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সে জন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।’

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকেন তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি ও বন্দর থেকে খালাস করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সে জন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে।’

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।