সিলেট বিভাগে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২০ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। এটি বিভাগে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়াল ৫৮৯ জনে।

একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৮৬০ জন। শনাক্তের হার ৩৫ দশমিক শূন্য ৯ শতাংশ।

বর্তমানে সিলেট বিভাগে করোনা সংক্রমিত সক্রিয় রোগী রয়েছেন পাঁচ হাজার ৯৯২ জন। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। বাকি পাঁচ হাজার ৫৬১ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনাবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৬৬ টি নমুনা পরীক্ষায় ৩৩৯ জন শনাক্ত হন। এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২ জন, তিনজন সুনামগঞ্জে ও হবিগঞ্জে ভর্তি হয়েছেন আরও দুইজন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ছয়জন সিলেট জেলার, একজন সুনামগঞ্জের, একজন হবিগঞ্জের ও তিনজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। আর গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৯৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ হাজার ৪৪ জন।

এদিকে, সিলেটের চার জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট তিনজন, সুনামগঞ্জে ৩৪, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৩ জন।

ছামির মাহমুদ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।