সিলেট বিভাগে একদিনে প্রাণ গেল আরও ১৪ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:১১ পিএম, ০২ আগস্ট ২০২১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় ৮৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৩ দশমিক ৬৫ শতাংশ।

সোমবার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালে চারজনসহ সিলেট জেলায় ছয়জন, সুনামগঞ্জে একজন, মৌলভীবাজারে একজন ও হবিগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৬ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৫৭১ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন শনাক্তদের মধ্যে ৪৭৯ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ১০৭ জন, মৌলভীবাজারে ১৯০ জন ও হবিগঞ্জে ৭৭ জন।

সবমিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৮১৫ জন। সুনামগঞ্জে চার হাজার ৮১৮ জন, মৌলভীবাজারে পাঁচ হাজার ৭৪৯ জন ও হবিগঞ্জে চার হাজার ৯২৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে আরও ৪৬৮ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩১ হাজার ৩১১ জন। এছাড়া বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।