বঙ্গমাতার জন্মদিনে সভায় গান শোনালেন এমপি কেরামত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ আগস্ট ২০২১

‘আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিখ্যাত এ গানের কয়েক লাইন গেয়ে শোনান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

রোববার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বঙ্গমাতাসহ তার পরিবারের সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলার ৩৫ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ৩০ জন নারীর প্রত্যেকের মোবাইলে মন্ত্রণালয় থেকে নগদ দুই হাজার করে টাকা পাঠানো হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। তিনি বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কয়েক লাইন গান গেয়ে শোনান।

jagonews24

তিনি বলেন, ‘পরিবারে মায়ের অবদান অনেক। বঙ্গমাতা শুধু মায়ের দায়িত্ব পালন করেননি। করেছেন নানাবিধ কাজ। জাতির জনক বঙ্গবন্ধুর পাশে থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি রাজনীতিতে উৎসাহ জোগাতেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন  রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. মাহাবুর রহমান, জেলা এনএসআইয়ের উপপরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. আজমীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা জাতীয় নারী সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কঙ্কণ প্রমুখ।

রুবেলুর রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।