ছাগল দেখিয়ে পুরস্কার পেলেন ২৪ ইঞ্চি এলইডি টিভি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শার্শা, যশোর
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১১ আগস্ট ২০২১

যশোরের শার্শায় প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. সুখেন্দু শেখর গায়েন।

অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা উপস্থিত ছিলেন।

মেলায় ৫০ খামারি অংশ নেন। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় দুই খামারিকে ২৪ ইঞ্চি এলইডি টিভিসহ সব খামারিকে ওষুধ ও অনন্যা উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে র‌্যালি ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মো. জামাল হোসেন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।