ফতুল্লায় কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৬ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রপ্তানীমুখী সোয়েটার কারখানা থেকে শাহিন শেখ (২৪) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ফতুল্লার টাগারপাড় এলাকার ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন শেখ ওই কারখানার নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল সড়াতৈল গ্রামের শাহী আলী শেখের ছেলে। ফতুল্লার টাগারপাড় এলাকায় আলমগীরের মেসে ভাড়া থাকতেন তিনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শাহিন শেখ আত্মহত্যা করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানায় নাইট ডিউটি করছিলেন শাহিন শেখ। ভোরে শ্রমিকরা কারখানার নীচ তলার ফ্লোরে তাকে ঝুলতে দেখে। পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।