নারায়ণগঞ্জে ‘ভুয়া’ ডিবি পুলিশ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৬ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জে এনামুল হক সোহান (২৮) নামে ডিবি সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এনামুল হক সোহান শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে। ডিবি পুলিশ পরিচয় দেয়ার সময় তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার সময় সোহান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।