সাইকেল চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩১ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে আজিজুল ইসলাম মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। আজিজুল ঢাকা থেকে আড়াইহাজারের বাড়ি বেড়াতে আসছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, আজিজুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন। মারুয়াদী আসার পর অপর দিক থেকে আসা এক বাইসাইকেলচালক হঠাৎ তার মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।