পুলিশের ভয়ে বাঁচতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

পুলিশের ভয়ে বাঁচতে গিয়ে ব্রহ্মপুত্র নদে লাফ দিয়েছিলেন শেখ পারভেজ মিয়া (৩০) নামে এক যুবক। এতে তিনি পুলিশের হাত থেকে বাঁচতে পারলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে পুলিশের হাত থেকে বাঁচতে ব্রহ্মপুত্র নদে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন শেখ পারভেজ। নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শেখ পারভেজ মুছারচর গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, সোমবার (৩০ আগস্ট) সাদা পোশাকে পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফ দিয়ে পালিয়ে যান। তাদের দেখে ভয়ে শেখ পারভেজও নদে লাফিয়ে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।