বিয়ের ১৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:২৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০২১

খুলনা জেলার বটিয়াঘাটায় গোলাম রসুল (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রসুল জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়ার গোলাভিটা এলাকার মো. মুজিবুর রহমান আকন্দের ছেলে। ১৬ দিন আগে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের মেয়ে তিন্নী বেগমকে (১৮) বিয়ে করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট মো. গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় একটি জিডি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে টয়েলেটের সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, মরদেহ ওঠানোর সময় নিহতের ভাই সরোয়ার আকন্দ সেখানে উপস্থিত থাকা একজনকে উদ্দেশ্য করে বলে উঠেন, তোরা আমার ভাইকে মেরে ফেললি। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিসহ দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে। তাদের একজনের স্ত্রীকেও পুলিশ আটক করে।

জেলা পুলিশ সুপার মো. মাহবুব হাসান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধারের পর দুজনকে আমরা সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

আলমগীর হান্নান/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।