ফতুল্লায় বিদেশি মদসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ফতুল্লার মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের ছেলে ইয়াসিন আরাফাত (২৩) ও একই এলাকার মো. মাহফুজের ছেলে রাজু আহম্মেদ (২৩)। এ সময় তাদের কাছ থেকে ৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ফরহাদ জানান, রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে মাসদাইর যাচ্ছিলেন। এ সময় দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ মনে হয়। পরে তাদের তল্লাসী করার সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।