ফতুল্লায় কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোহাম্মদ ওবায়দুল নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ফতুল্লার ভূইগড় মাহমুদপুর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল মোহাম্মদ ওবায়দুল ওই এলাকার আলী হোসেনের ছেলে। নিজ বাড়িতেই স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন ওবায়দুল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগে তিনি কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, স্ত্রী-সন্তান নিয়ে নিজের দোতলা বাড়ির একটি ফ্ল্যাটে বসবাস করতেন ওবায়দুল। রাতে তারা একসঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে ওবায়দুলের কোনো সাড়াশব্দ না পেয়ে লোকজনকে ডাক দেন। পরে তারা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।