ফতুল্লায় নিরাপদ ডটকমের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৫ অক্টোবর ২০২১

স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য বিক্রেতা ‘নিরাপদ ডটকম’ অনলাইনের সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানায় ফাহিম হোসেন (২১)  নামের এক তরুণ বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে জামালপুরের ইসলামপুর থানার শশারিয়াবাড়ীর সাখাওয়াত হোসেন খানের ছেলে নিরাপদ ডটকমের সিইও শাহরিয়ার খান (৪১) ও ঢাকা দক্ষিণখান থানার কাওলার টিনসেট কোয়াটারের এইচ এম মোফাজ্জল হোসেনের মেয়ে নিরাপদ ডটকমের ডিরেক্টর ফারহানা আফরোজ এ্যানিকে (২৯)।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন এ মামলা করেছেন। প্রাথমিক তদন্ত শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেয় নিরাপদ ডটকম। তা দেখে গত বছরের ২২ অক্টোবর বাদী ফাহিম হোসেন (২১) ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন। কিন্তু নিরাপদ ডটকম মোবাইলটি দিতে ব্যর্থ হয়। এরপর টাকা ফেরত চাইলে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।