ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৩ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযানে হাইওয়ে পুলিশকে সহায়তা করেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আনাসার বাহিনীর সদস্যরা।

jagonews24

এ বিষয়ে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর বলেন, মহাসড়কের পাশে সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা কিংবা দোকানপাট বসতে দেওয়া হবেনা। কাউকে চাঁদাবাজি করার সুযোগও দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট গড়ে উঠায় যানজট সৃষ্টি এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।

এস কে শাওন/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।