লাশের রাজনীতির চেষ্টা চলছে: শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৯ নভেম্বর ২০২১

ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ একটা ক্ষেত্র প্রস্তুত করে লাশের রাজনীতির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, আমরা খবর পেয়েছি এ তৃতীয় পক্ষের দু-চারটা লাশ দরকার। যেটাকে তারা জাতীয় ইস্যু বানাবে। হতে পারে স্বাধীনতার বিপক্ষ শক্তি, হতে পারে খন্দকার মোশতাকের বংশধর, হতে পারে মৌলবাদী। তারা এটাকে প্রস্তুত করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমরা মনে করি জাতির পিতার কন্যা শেখ হাসিনা যে স্লোগান দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা হলো ‘আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো’। আমার নির্বাচনী এলাকায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। যার যার ভোট সে দেবে। যে ব্যত্যয় ঘটাবে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়।

তিনি আরও বলেন, কিছু কিছু বক্তব্য সারাদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে এবং জাতির পিতার কন্যার ভাবমূর্তি বিনষ্ট করছে। যেখান থেকে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে, সেখানে আমরা এমন কোনো কর্মকাণ্ড হতে দেবো না। যাতে দল এবং শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট হয়।

শামীম ওসমান বলেন, সাংবাদিকরা আপনাদের চোখ-কান খোলা রাখবেন। যেভাবে ২০০১ সালের ১৬ জুন এ বোম ব্লাস্ট করা হয়েছিল। সামনে আরেকটা নির্বাচন আসছে। কোন নির্বাচন আমি বলতে চাই না। ঠিক একইভাবে এ এলাকায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এমন কোনো গেম খেলতে পারে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিংবা যেন আমরা প্রশ্নবিদ্ধ হই।

শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।