ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। আব্দুল হোসেন (৭০) নামে ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। মৃত আব্দুল হোসেন নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেক হাসপাতালের আইসিইউতে পাঁচজনসহ করোনা ইউনিটে মোট ৪৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কেউ করোনা শনাক্ত হয়নি।
মঞ্জুরুল ইসলাম/কেএসআর/এমএস