এবার মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা তৈমুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, দল যদি সিদ্ধান্ত দেয় তাহলে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দলের নির্দেশনা তো মানতেই হবে। সাধারণ মানুষজনও আমাকে চাচ্ছে। ব্যবসায়ীসহ বিভিন্ন মহল আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, ২০১১ সালে আমাকে নির্বাচনের আগ মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে ২০১৬ সালে আমি প্রার্থী হতে চাইনি। কিন্তু এবার আর না করতে পারবো না। দল যদি বলে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাহলেও নির্বাচনে অংশ নেবো।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জাহিদ হাসান রোজেল, সদস্য কাজী নজরুল ইসলাম টিটু ও রুহুল আমিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ ডিসেম্বর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গত ১২ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।