ইভিএম চুরির বাক্স, ইভিএমে চুরি করবেন না: তৈমুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

ইভিএম চুরির বাক্স, ইভিএমে চুরি করবেন না।জনগণ যে রায় দেয় সেটি মেনে নেব। ওবায়দুল কাদেরের সঙ্গে জেল খেটেছি। গুলি-জেলের ভয় পাইনা। যদি কারচুপি হয় তাহলে নারায়ণগঞ্জ হবে মাগুরা বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার (১৩ ডিসেম্বর) নাসিক নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তবে তিনি দলের প্রতীক ধানের শীষে নয় স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

তৈমুর আলম খন্দকার বলেন, কর্তব্য ও দায়িত্ববোধ থেকে নির্বাচনে এসেছি। আমি মনে করি এ নারায়ণগঞ্জ বাসীর জন্য আমাকে প্রয়োজন। এমপি-মেয়রের মধ্যে সমন্বয় না থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ফলে এখানে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই এখানে আমার প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় রাজনীতি ও নারায়ণগঞ্জের রাজনীতি ভিন্ন। এ শহরের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দরকার। নাগরিক সুবিধা দেওয়া নাসিকের দায়িত্ব। ট্যাক্স বৃদ্ধি করে নগরবাসীকে বিপদে ফেলেছে আমি নির্বাচিত হলে কোনো ট্যাক্স বৃদ্ধি হবেনা।

এসময় বিএনপির প্রবীণ নেতা আব্দুল মজিদ খন্দকার, জামাল উদ্দিন কালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নজরুল ইসলাম পান্না মোল্লা, বন্দর থানা বিএনপির সভাপতি নুরউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।