আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় রাজধানীর তুরাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে য়ায়।
নিহত মো. সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা কবি আজিজুর রহমানের ছেলে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান, মহাসড়কের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউ এস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম