কম্পিউটার দোকানের আড়ালে পর্নোগ্রাফি, যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
র‌্যাবের হাতে আটক কালাম আজাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্নোগ্রাফি ও অশ্লীল ছবি সরবরাহের অভিযোগে মো. আবুল কালাম আজাদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আজাদ বরগুনার তালতলীর গাববাড়ীয়া এলাকার রুহুল আমিন তালুকদারের ছেলে।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ লন্ডন মার্কেটের (কমফোর্ট ডেন্টাল সংলগ্ন) সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে পর্নোগ্রাফি, অশ্লীল ছবি ও গান সরবরাহ করে আসছিল। এমন খবরে সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আজাদ নামে এক যুবককে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় পর্নোগ্রাফি সরবরাহে ব্যবহৃত একটি মনিটর, সিপিইউ, পেনড্রাইভ ও মেমোরি কার্ড। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।