সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার রাতে সাহেবপাড়ার মিতালী মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মো. আরব হোসেনের ছেলে মো. ইব্রাহীম (১৯), আড়াইহাজারের গহরদী এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মো. আমির হোসেন (২৮), কুমিল্লার মেঘনার কান্দারগাঁও এলাকার মো. মহিউদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২৮), রাজবাড়ী সদরের সামাদ মৃধার ছেলে মো. আবদুল কুদ্দুস মৃধা (২৮), চাঁদপুরের ফরিদগঞ্জের ফকিরবাজার এলাকার মৃত হানিফের ছেলে মো. আরমান (২০)।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিলেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি জিআই পাইপ, চারটি ছোরা, একটি রামদা উদ্ধার ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।