নাসিক নির্বাচন বর্জন করলেন বিএনপির সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নতুন কোর্ট এলাকার চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একইসঙ্গে তিনি মনোনয়ন ফরম জমা না দেয়ার কথাও জানান।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, আমরা এখন সারাদেশে নির্বাচন বর্জন করছি এবং দল সেই সিদ্ধান্তে অটল আছে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছেন দল নির্বাচনে অংশ নেবে না এবং কেউ নির্বাচনে অংশ নিলে সেটা হবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দল তাকে কোনো প্রকার সহযোগিতা করবে না এবং তার পাশে থাকবে না।
তিনি আরও বলেন, আমি মনোনয়ন পত্র কিনেছিলাম এবং দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছি। দলের সিদ্ধান্ত জেনে এখন বর্জন করছি। দল যদি বলে তাহলে যার পক্ষে বলবে তার পক্ষেই আমরা কাজ করবো।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ ডিসেম্বর প্রথম দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেবার বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করেন সাখাওয়াত হোসেন খান।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস