রূপগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মো. রাজিব (৩২) নামের এক পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিন হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

মো. রাজিব চাঁদপুরের সদরের ফতেহ জঙ্গিপুর এলাকার মৃত মো. হাকিমের ছেলে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, রাজিব চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় মহাসড়কের বিভিন্ন পরিবহনের বাসচালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে বাসপ্রতি দৈনিক ১৫০-২০০ টাকা করে আদায় করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।