সিদ্ধিরগঞ্জে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান চলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান থেকে মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজি হচ্ছিল।

jagonews24

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।