সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে না: নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তৈমূরের অব্যাহতিতে আত্মতৃপ্তি পাওয়ার কিছু নেই। কারণ সাপকে বিশ্বাস করা যায় বিএনপিকে বিশ্বাস করা যায় না।
সোমবার (৩ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে এক সভায় একথা বলেন তিনি। জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের মধ্যে একজন (তৈমূর আলম খন্দকার) প্রার্থী আছেন। তিনি বলেন আওয়ামী লীগও তার সঙ্গে আছে। জাতীয় পার্টিও তার সঙ্গে আছে। হেফাজতও তার সঙ্গে আছে। এত শক্তি তিনি কিভাবে পেলেন? তাকে বিএনপির উপদেষ্টাসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে এখন কোথায় গেল এত শক্তি?’
এসময় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এই নির্বাচনকে সামনে রেখে এখনও যারা নিজেদের নির্লিপ্ত রেখেছেন যদি দল করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন তাহলে সেই নির্লিপ্ততা থেকে বেরিয়ে আসতে হবে। দলের সঙ্গে কাজ করতে হবে। তাহলেই বুঝবো আপনারা সত্যিকার অর্থে আদর্শিক আদর্শবান নেতা।’
সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নানক বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সমর্থনে আমরা জয়লাভ করতে চাই। আমরা চাই আমাদের মাঝে যে দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু সেই প্রতিযোগিতা দলের বিভেদ সৃষ্টি করলে তারা দলের মানুষ হতে পারেন না। দলকে যারা ভালোবাসেন, আদর্শগত নেতা বা কর্মী যারা, দল যে সিদ্ধান্ত নেবে, শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, আমাদের এবার বড় আকাঙ্ক্ষা গতবার আমাদের প্রার্থী ৮৩ হাজার ভোটে পাস করেছিলেন। এবার আমরা দেখতে চাই ডা. সেলিনা হায়াৎ আইভী লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস