ফতুল্লায় ট্রলারডুবি: ধাক্কা দেওয়া লঞ্চ শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় ধাক্কা দেওয়া লঞ্চটি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ধাক্কা দেওয়া ওই লঞ্চটি এমভি ফারহান-৬। লঞ্চটি বরিশালের ভোলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, আমরা লঞ্চটি শনাক্ত করেছি। লঞ্চের এক যাত্রী ফোন করে জানিয়েছেন এমভি ফারহান-৬ নামে লঞ্চটি ট্রলারটি ধাক্কা দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখনো ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

jagonews24

এর আগে সকালে ফতুল্লার বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ গোদারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ । এরা হলেন- আব্দুল্লাহ ২২, মোতালেব ৪২, সাব্বির ১৮, বিল্লাল হোসেন, জেসমিন আক্তার (৩২), তামীম খান ৮, তাফসিয়া ২, তাসমিম ওরফে তাসলিমা ১৫ ও আওলাদ (২৮)।

সাঁতরে তীরে ওঠা দ্বিন ইসলাম বলেন, ট্রলারে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আসার পর হঠাৎ ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না। ট্রলারটিতে প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিল। এ সময় মানুষের চিৎকারে লঞ্চ থেকে বয়া ফেলা হয়। পরে ঘাটে থাকা অন্য একটি ট্রলার এসে অনেককে উদ্ধার করে। এর মধ্যে এক নারী ও দুই যুবককে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জাগো নিউজকে বলেন, আমরা লঞ্চটি আটক করা এবং চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি কুয়াশার কারণে ঘটনাটি ঘটতে পারে। আমাদের উদ্ধারকাজ চলমান।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।