কাজে যেতে না চাওয়ায় সহকর্মীর কিল-ঘুষি, মারাই গেলেন রংমিস্ত্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সহকর্মীর কিল-ঘুষিতে আব্দুল করিম (৫৮) নামের এক রংমিস্ত্রি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ষাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ষাড়পাড়া এলাকার বাছান আলীর ছেলে। অভিযুক্ত মনির হোসেন (৩০) একই এলাকার আব্দুল ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন ও করিম একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন। আজ সকালে দুজন একসঙ্গে কাজে যাওয়ার মনির হোসেন করিমের বাড়িতে যান। এসময় করিম কাজে যাবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে করিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন মনির। পরে আহত অবস্থায় করিমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে আবার বাড়িতে নিয়ে আনা হয়। দুপুরের দিকে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।