সিরাজগঞ্জে মাস্ক না পরায় ৯ পথচারীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২২ জানুয়ারি ২০২২
মাস্ক বিতরণ করা হচ্ছে

সিরাজগঞ্জের তাড়াশে স্বাস্থ্যবিধি না মানায় ৯ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বারোয়ারী বটতলা, চক্ষু হাসপাতাল মোড়, প্রেসক্লাব মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমে।

সিরাজগঞ্জে মাস্ক না পরায় ৯ পথচারীকে জরিমানা

এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ উপস্থিত ছিলেন।

ইউএনও মেজবাউল করিম বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার বিধিনিষেধ জারি করেছে। যারা এসব বিধিনিষেধ না মেনে চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৯ ব্যক্তিকে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।