মৃত্যুর আগেও বাঁশি বাজিয়ে দায়িত্ব পালন করলেন নৈশপ্রহরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী মো. ভাসান মালতি (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ভাসান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলত খালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়াবাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পড়ে গিয়েও নৈশপ্রহরী মো. ভাসান মালতি তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। বাঁশির আওয়াজে লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেছে।

ভাসানের ছেলে রানা ভাসান জানান, তার বাবা মাত্র কয়েকদিন হলো এখানে চাকরি নিয়েছিল। সকালে শুনতে পান তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখেন তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী মো. ভাসান মালতি (৫০) হত্যার ঘটনায় আমরা কাজ শুরু করেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।