মাতৃভাষা দিবস উদযাপন কমিটিতে মৃত ব্যক্তি!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সমন্বয় কমিটি করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ। তবে এ কমিটির তালিকায় মৃত ব্যক্তির নামও রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা চলছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী স্বাক্ষরিত সমন্বয় কমিটির নাম সম্বলিত একটি চিঠি বিলি করা হয়।

এতে দেখা যায়, একুশে ফেব্রুয়ারি উদযাপনের জন্য সমন্বয় কমিটিতে মোট সাতটি উপ-কমিটি করা হয়েছে। এ সব উপ-কমিটিতে সোনারগাঁ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীদের রাখা হয়েছে।

সমন্বয় কমিটির ৪ নম্বর উপ-কমিটিতে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক প্রদানের জন্য ১৩ সদস্য রাখা হয়েছে। এদের মধ্যে ৩ নম্বর সিরিয়ালে লেখা হয়েছে ‘জনাব আলী হোসেন, জাতীয় পার্টি, সোনারগাঁ উপজেলা’। অথচ জাতীয় পার্টির সাবেক সভাপতি আলী হোসেন বছর খানেক আগেই মারা গেছেন। বর্তমানে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে আছেন আব্দুর রউফ।

এছাড়া একই উপ-কমিটিতে ৪ নম্বর সিরিয়ালে লেখা রয়েছে গাজী মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগ অথচ চার-পাঁচ বছর আগেই যুবলীগের কমিটি বিলুপ্ত হয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি পদে আছেন রফিকুল ইসলাম নান্নু। অপরদিকে গাজী মজিবুর রহমান বর্তমানে উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচাই-বাছাই করে তালিকায় নাম দেওয়া উচিত ছিল।

মৃত ব্যক্তির নাম কীভাবে উপ-কমিটিতে যুক্ত হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও তৌহিদ এলাহীর জাগো নিউজকে বলেন, ‘আমি নতুন যোগদান করেছি তাই বিষয়টি লক্ষ্য করা হয়নি। পরবর্তীতে যাচাই-বাছাই করে কমিটিতে নাম যুক্ত করা হবে।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।