নির্বাচনে ভুল বোঝাবুঝি হলেও এখন সবাই ঐক্যবদ্ধ: সেলিম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

আমাদের উন্নয়ন চলছে, উন্নয়নের সঙ্গে আপস নেই। নির্বাচনের সময় কিছু ভুল বোঝাবুঝি হলেও এখন সবাই আবারও ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তার বাবা এ কে এম সামসুজ্জোহার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরের সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

সেলিম ওসমান বলেন, সেদিন চেয়ারম্যান দেলোয়ার বলেছেন ওসমান পরিবার ছাড়া চিনি না। এরশাদ নারায়ণগঞ্জে এসে বলেছিলেন নারায়ণগঞ্জে কোনো পার্টি নেই, নারায়ণগঞ্জে ওসমান পার্টি। আমার দাদা ও বাবা এই এলাকায় কাজ করেছেন। বাবার অত্যন্ত পরিশ্রমের আদমজী জুটমিল। সবগুলো মিল তিনি চালু করেছিলেন। আজ পঁয়ত্রিশ বছর হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

সেলিম ওসমান বলেন, বন্দরে আমার ও বঙ্গবন্ধুর পরিবারের নামে আমি স্কুল নির্মাণ করতে পেরেছি। আমরা দুটো স্কুল সরকারি করতে পেরেছি। আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্ম যেন দাঁড়িয়ে যায়।

তিনি বলেন, বন্দরের সবদিকে ফুল চাষ হচ্ছে। কিন্তু আমরা তা মূল্যায়ন করতে পারিনি। আমি সবার প্রতি বন্দরের উন্নয়ন কমিটি করার অনুরোধ করেছি। সবাই এই কমিটিতে কাজ করবেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।