কৃষক সেজে ধানক্ষেত থেকে আসামি ধরলেন এএসআই
খুলনায় বটিয়াঘাটায় গায়ে ছেঁড়া গেঞ্জি, পরণে লুঙ্গি ও কোমরে গামছা বেঁধে ধানক্ষেতের আইল থেকে সাজাপ্রাপ্ত আসামি ধরেছেন এএসআই গোলাম রসুল।
পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম শেখ (৫১) খুলনার বটিয়াঘাটা থানার গোয়ালঘাটা গ্রামের মো. আ. রহমান শেখের ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে বটিয়াঘাটার গোয়ালঘাটা মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন বটিয়াঘাটা থানার এএসআই গোলাম রসুল। এ সময় তার সঙ্গে ছিলেন কনস্টেবল মো. শরিফুল ইসলাম।
এএসআই গোলাম রসুল বলেন, আসামি সেলিম শেখের বিরুদ্ধে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বাগেরহাট জেলার ফকিরহাটে পারিবারিক ম্যাজিস্ট্রেট আদালতে তার প্রথম স্ত্রী মামলা করেন। সেই মামলায় ২০২১ সালের ৭ জুন তিন মাসের সাজাপ্রাপ্ত হন সেলিম। সাজার পর থেকেই পালিয়ে ছিলেন তিনি। বাড়িতে কাজ করতেন কৃষকের বেশে। খবর পেয়ে তিনিও (এএসআই গোলাম রসুল) সেজে যান কৃষক। অবশেষে গ্রেফতার করেন সেলিমকে।
আলমগীর হান্নান/এফএ/এমএস