মাদক মামলায় কারাবন্দি মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৪ মে ২০২২
কারাগারের মূল ফটক দিয়ে প্রবেশের সময় ইয়াবাসহ আটক রানী বেগম

কারাবন্দি মেয়ের জন্য ইয়াবা নিয়ে যাওয়ার সময় রানী বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা।

শনিবার (১৪ মে) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক রানী যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী। তার মেয়ে মাদক মামলায় নারী কারাগারে বন্দি আছেন।

কারা সূত্রে জানা যায়, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন রানী বেগম। এ সময় ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম দেহ তল্লাশিকালে রানীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা পান। খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, আটক রানী বেগম মাদক মামলায় নারী কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে জব্দ ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি।

ওসি আরও বলেন, আটক রানী বেগমও দুই মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।