দীর্ঘ ১৫ মাস পর প্রশাসক পেল সোনারগাঁ পৌরসভা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৬ মে ২০২২

দীর্ঘ ১৫ মাস পর নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার (১৬ মে) সকালে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।

সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের ‘খ’ শ্রেণির সোনারগাঁ পৌর পরিষদের মেয়াদ শেষ হওয়ায় এ পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।

পৌর এলাকায় ছোট শিলমান্দি ও মল্লিকেরপাড়া মৌজার কিছু সম্পত্তি স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় আইনি জটিলতা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্ধারিত সময়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময়ের ১৫ মাস পর সরকার সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে।

বর্তমান মেয়র সাদেকুর রহমান এবং ৯টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলরদের পাঁচ বছরের মেয়াদ ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি শেষ হয়।

সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম বলেন, ‘পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি সকালে আমরা হাতে পেয়েছি। দু-একদিনের মধ্যে বর্তমান পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে নবনিযুক্ত প্রশাসকের কাছে মেয়র দায়িত্ব বুঝিয়ে দেবেন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।