ফতুল্লায় বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৮ মে ২০২২
পরিবারের সদস্যদের সঙ্গে নিহত ধ্রুব

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সহপাঠীর ছুরিকাঘাতে ধ্রুব নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাতে ফতুল্লার ইসদাইরে রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ধ্রুব (১৫) ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার মাধব চন্দ্রের ছেলে। ধ্রুব ও তার সহপাঠীরা ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্রুবসহ কয়েকজন একই স্কুলে একই শ্রেণিতে পড়ার সুবাধে তারা একসঙ্গেই চলাফেরা করত। সেইসঙ্গে তারা স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। মনে হয় মেয়েঘটিত কোনো কারণে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই খুনের ঘটনা ঘটে।

jagonews24

এক কিশোর জানায়, তারা একসঙ্গে চলাফেরা করতো। স্কুল শেষে তারা মেয়েদের পিছু নিত। আর সেই সূত্র ধরেই হয়তো তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গেও জড়িত ছিল।

সহপাঠীদের মধ্যে আরেকজন জানায়, তাদের মধ্যে একজন তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ধ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। এরপর ধ্রুবকে একজন ছুরিকাঘাত করে ও অন্যরা মারধর করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ধ্রুবকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উন্মেচন করতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।