নওগাঁয় কেজিতে ৪-৫ টাকা বেড়েছে চালের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৯ মে ২০২২
খুচরা বাজার থেকে চাল কিনছেন এক ক্রেতা

নওগাঁয় বেড়েছে চালের দাম। গত ১৫ দিনে কেজিপ্রতি চালের দাম ৪-৫ টাকা বেড়েছে। মণে বেড়েছে ২০০-২৫০ টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে ধানের দাম। সে কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, ৬০ টাকার মিনিকেট বা জিরাশাইল জাতের চাল এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা, ৬৫ টাকার কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৪৮ টাকার ৪৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়, ৪২ টাকার স্বর্ণা-৫ হাইব্রিড জাতের চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

এক সপ্তাহ আগে ৫০ কেজির জিরাশাইল চালের বস্তা বিক্রি হয়েছে দুই হাজার ৬০০ টাকায়। সে চাল এখন ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৭০০ টাকা। বস্তাপ্রতি কাটারিভোগ ১০০ টাকা, ব্রিআর-২৮ চাল ২০০ টাকা ও স্বর্ণা-৫ হাইব্রিড চাল ১০০-১৫০ টাকা বেড়েছে।

নওগাঁ সদর হাসপাতাল গেট এলাকার শহিদুল ইসলাম বলেন, পরিবারের চার সদস্যের জন্য প্রতিদিন দেড় কেজি চাল লাগে। চালের দাম বাড়ায় সামান্য আয়ে বেগ পেতে হচ্ছে। ইচ্ছে থাকলেও বেশি ব্যয় করা সম্ভব না।

jagonews24

পৌর খুচরা চাল বাজারের আহাদ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. মামুনুর রশিদ বলেন, ঈদের আগের তুলনায় বস্তাপ্রতি চালের দাম ২০০-২৫০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নওগাঁর পৌর খুচরা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম কুমার সরকার বলেন, মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। এজন্য খুচরা বাজারেও দাম বেড়েছে। তবে বোরো মৌসুমের নতুন চাল এখনো বাজারে আসেনি।

নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জাগো নিউজকে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ইরি-বোরো আবাদে বেশ ক্ষতি হয়েছে। জেলায় গত মৌসুমে বিঘায় ২৪-২৫ মণ ধান পাওয়া গেছে। সেখানে এ বছর ১৬-১৮ মণ ফলন হচ্ছে। ধানের উৎপাদন কম হওয়ার বাজারে ব্যবসায়ীদের মধ্যে ধান কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। এজন্য ধানের দাম বেড়েছে। আর ধানের দাম বাড়ায় চালের দামও একটু বেড়েছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, ইতোমধ্যে ৭৫ শতাংশ ধান কাটা হয়েছে। জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৮৫ হাজার ৮০০ হেক্টর। সেখানে অর্জিত হয়েছে এক লাখ ৮৯ হাজার ৪৯০ হেক্টর।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।